৩ দিনে মালয়েশিয়া: স্বপ্নের মতো এক ভ্রমণ
- Sakif Ahsan
- Sep 29
- 1 min read

প্রথম দিন – প্লেনে ওঠার মুহূর্ত : প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। রানওয়ের আলোগুলো দূরে সরে যাচ্ছে, মনে হলো আমি আমার পুরোনো জীবনটা ফেলে রেখে যাচ্ছি—অন্য এক জগতে পা রাখার জন্য। প্লেন যখন মেঘ কেটে উঠল, মনে হলো আকাশটা আমার হাতের নাগালে। পাশে বসা অচেনা মানুষটিও হঠাৎ খুব পরিচিত লাগছিল—হয়তো ভ্রমণের অদ্ভুত বন্ধুত্বের জন্য।
দ্বিতীয় দিন – কুয়ালালামপুরের আলো : সকালবেলায় যখন কুয়ালালামপুর পৌঁছালাম, চোখে শুধু উঁচু উঁচু বিল্ডিং। শহরের বুকে দাঁড়িয়ে থাকা পেট্রোনাস টুইন টাওয়ার যেন বিশাল কোনো স্বপ্নের প্রতীক। রাতের আলোয় সেটিকে দেখে মনে হলো—মানুষ আসলে কত বড় স্বপ্ন দেখতে পারে। পথে হাঁটতে হাঁটতে দেখি দোকানের গন্ধ, রঙ, খাবারের টান—সবকিছু মিলেমিশে যেন এক নতুন গল্প বলছে।
তৃতীয় দিন – ল্যাংকাউই দ্বীপে : সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতেই বাতাসের গন্ধ পাল্টে গেল। লোনা হাওয়ায় ভিজে থাকা ত্বক আর চোখের সামনে নীল জলরাশি—সবকিছুই অবিশ্বাস্যভাবে শান্ত। ঢেউয়ের শব্দ যেন গোপন কোনো কবিতা পড়ে শোনাচ্ছিল। বিকেলের সূর্য যখন সমুদ্রের গায়ে গলে গেল, মনে হলো সময়টা থেমে গেছে।
ফিরে আসার মুহূর্ত : তিন দিনের ভ্রমণ শেষ। মনে হলো এতো কম সময়ে এত অনুভূতি কিভাবে জমে যায়? মালয়েশিয়া আমার কাছে আর শুধু একটি দেশ নয়—এটি হয়ে গেল স্মৃতির ভেতরে রাখা একটি রঙিন ছবি।



Comments